বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ : পাকিস্তানের ওপর ক্ষোভ ঝাড়লেন ইমরান-ওয়াসিম
খেলা মানে হার-জিত থাকবে। অথচ, পাকিস্তান ক্রিকেট দলের সাবেকরা সেটি মানতেই পারছেন না। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, এটি তাদের কাছে এখনও অবিশ্বাস্য। বাংলাদেশকে প্রশংসা করেই পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিয়েছেন অনেক সাবেক তারকা। এবার এতে যোগ দিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতে, বাংলাদেশ রীতিমতো ছোট করেছে তাদের। পাকিস্তানের এমন অধঃপতন দেখে দেখে পুরো ক্রিকেট বিশ্ব হাসছে।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট স্পোর্টিং নিউজ এমন খবর দিয়েছে।
ইমরান খান বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দল নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে। ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। আমাদের দেখে পুরো ক্রিকেট বিশ্ব এখন হাসছে। এতটা অধঃপতন হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানকে (মহসিন নাকভি) প্রশ্ন করার সাহস নেই কারও। কী হচ্ছে, কেন হচ্ছে, জবাবদিহিতা নেই।’
ইমরান খান ছাড়াও সমালোচনায় মাতেন আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। ক্রিকেট পাকিস্তানকে তিনি বলেন, ‘আমরা ঘরের মাঠে টানা হারছি। আমাদের ক্রিকেট পিছিয়ে যাচ্ছে। বিষয়টি আমাকে বিব্রত করছে। সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আমি খেলাটাকে ভালোবাসি। কিন্তু, যেভাবে যে জায়গা থেকে পাকিস্তান ম্যাচগুলো হেরেছে, তা নিতে পারছি না।’