দর্শকশূন্য মাঠে খেলবে বাংলাদেশ-পাকিস্তান!
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক আসতে পারলেও করাচিতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্ট হবে মাঠে গড়াবে দর্শক ছাড়াই।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে। ম্যাচের ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দর্শকের প্রবেশ নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বুধবার (১৪ আগস্ট) এমনটিই জানিয়েছে তারা।
আগামী বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পাকিস্তান। টুর্নামেন্টের একটি ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়াম। টুর্নামেন্টকে সামনে রেখে সংস্কার করা হচ্ছে স্টেডিয়ামটি। সংস্কার চলাকালীন দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকেই। ফলে, দর্শকের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
বিবৃতিতে পিসিবি কর্তৃপক্ষ বলে, ‘ক্রিকেটে আমাদের নিবেদিতপ্রাণ ভক্তদের কথা আমরা জানি। তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। খেলোয়াড়দের সাহস ও প্রেরণা দেন। তবে, স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দর্শক ছাড়াই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ আগস্ট। এর আগে লাহোরে আজ থেকে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।