সুপার কাপ জিতে অভিষেক রাঙালেন এমবাপ্পে
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে কবে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে, সেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামলেন এই ফরাসি তারকা। শুধু গোল নয় নিজের অভিষেকের মঞ্চটা রাঙিয়েছেন মৌসুমের প্রথম শিরোপা স্প্যানিশ সুপার কাপ জিতে।
গতকাল বুধবার (১৪ আগস্ট) দিনগত রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র ন্যাশনাল স্টেডিয়ামে আতালান্তার বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল। দলের হয়ে গোল করেন ফেডরিকো ভালবার্দে ও কিলিয়ান এমবাপ্পে।
প্রথমার্ধের ১৫তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ভালবার্দের বাড়ানো বলে এমবাপ্পের শট ঠেকিয়ে দেন আতালান্তার এক ডিফেন্ডার। এরপর ২৪তম মিনিটে নিজেদের ভুলে গোল খেতে বসেছিল মাদ্রিদ। ডান দিক থেকে আতালান্তার মার্টেন ডে রুনের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় হেড করেন রিয়াল ডিফেন্ডার এডার মিলিয়তাও, বল লাগে ক্রসবারে। এরপর আর তেমন কোনো আক্রমণ করতে না পারায় গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুদল।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য দুর্দান্ত সেভে রিয়ালের জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কর্তোয়া। একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাচের ৫৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভালবার্দে। ভিনিসিয়াসের পাস থেকে বাড়ানো বল থেকে দারুণ গোল করেন ভালবার্দে।
প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি দলটির। ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অভিষিক্ত এমবাপ্পে। জুড বেলিংহামের বাড়ানো বল থেকে পেনাল্টি স্পটের কাছ থেকে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এরপর বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আগামী রোববার (১৮ আগস্ট) মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লস ব্লাঙ্কোসরা।