এমবাপ্পের পেনাল্টি মিস, বিলবাওয়ের কাছে হার রিয়ালের
বেশ কঠিন সময় পার করছেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে এসে কিছুতেই খুঁজে পাচ্ছেন না চেনা ছন্দ। বিশ্বকাপজয়ী এই ফুটবলার এক সপ্তাহের ব্যবধানে মিস করলেন দুই পেনাল্টি। আগের ম্যাচে গোল করে ছন্দে ফেরার যে ইঙ্গিত দিয়েছিলেন, পেনাল্টি মিসে তা অনেকটাই ফিকে হয়ে গেল। এমবাপ্পের এমন সুযোগ হাতছাড়ার ম্যাচে জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
চোটে পড়ার কারণে এদিনও মাঠে ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। যার ফলে আক্রমণভাগে গুরু দায়িত্ব ছিল রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে ও বেলিংহামের ওপর। যদিও দলের হার ঠেকাতে পারেননি তারা। শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
গতকাল বুধবার (৪ নভেম্বর) দিনগতরাতে সান মামেসে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বিলবাও। ২০১৫ সালের পর মুখোমুখি ১৯তম ম্যাচে এসে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। আর সেটাও এসেছে ঘরের মাঠে সমর্থকদের সামনে।
প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করলেও রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় গোল পাওয়া হয়নি বিলবাওয়ের। দ্বিতীয়ার্ধে ঠিকই এগিয়ে যায় বিলবাও। ম্যাচের ৫৩তম মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আলেহান্দ্রো রেমিরো। বাঁ প্রান্ত থেকে ইনাকি উইলিয়ামসের ক্রস বাউন্স করে সামনে গেলে প্রতিহত হয় কোর্তোয়ার হাতে। তবে রিয়াল গোলরক্ষক ক্লিয়ার করতে পারেনি। তার হাতে লেগে ফিরে আসা বল রেমিরোর গায়ে লেগে জড়িয়ে যায় জালে।
ম্যাচের ৬৬তম মিনিটে ঘুঁরে দাঁড়ানোর সুযোগ পায় রিয়াল। তবে, স্পট কিক থেকে সমতা ফেরাতে ব্যর্থ হন এমবাপ্পে। দিনকয়েক আগে লিভারপুলের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। এখন ১৫ ম্যাচের রিয়ালের পয়েন্ট ৩৩, আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। এই ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার লাগামটাও বার্সার হাতেই থাকল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে কার্লো আনচেলত্তি বলেন, ‘এটা ১ শতাংশের বেশি (পারফরম্যান্সের লেভেল)। তবে হ্যাঁ, সে তার সেরা পর্যায়ে নেই। তাকে সময় দিতে হবে মানিয়ে নিতে। সে ১০ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’