সুপার কাপের শিরোপা জিতে অনন্য উচ্চতায় মদ্রিচ
রিয়াল মাদ্রিদের মাঝমাঠের প্রাণ বলা চলে লুকা মদ্রিচকে। টনি ক্রুসের অবসরের পর দায়িত্ব আরও বেড়েছে এই মিডফিল্ডারের। সেটি ভালোভাবে সামাল দিতে পারবেন মদ্রিচ, তা নিয়ে কারও সন্দেহ নেই। উয়েফা সুপার কাপের ফাইনালে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদ।
মাদ্রিদের আরেকটি শিরোপা জয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মদ্রিচ। স্প্যানিশ ক্লাবটির হয়ে এটি তার ২৭তম শিরোপা। লস ব্লাংকোদের ক্লাবের ইতিহাসে খেলোয়াড় হিসেবে এটিই সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্রোয়েশিয়ান এই কিংবদন্তিকে ম্যাচ শেষে ২৭ লেখা জার্সি স্মারক হিসেবে তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
৩৮ বছর বয়সী মদ্রিচ ২০১২ সালে যোগ দেন মাদ্রিদে। সে সময় তার সাইনিং নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল ফুটবল অঙ্গনে। অল্প সময়ের মধ্যে সমালোচকদের ভুল প্রমাণ করে নিজেকে মেলে ধরেন মদ্রিচ। হয়ে ওঠেন মাদ্রিদের মধ্যমণি। এরপর থেকে এখন পর্যন্ত ক্লাবটির ভরসার আরেক নাম তিনি।
২০১৮ সালে ব্যালন ডি’অর জেতা মদ্রিচ ২৭টি ট্রফির মধ্যে সবচেয়ে বেশি জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ছয়টি চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি পাঁচটি করে ক্লাব বিশ্বকাপ , স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন। ঝুলিতে আছে চারটি লা লিগা ও দুটি কোপা দেল রে’র শিরোপা।
মদ্রিচের পর মাদ্রিদের জার্সিতে ২৬টি করে শিরোপা জিতেছেন নাচো ফার্নান্দেজ ও দানি কার্ভাহাল। ২৫বার করে শিরোপা জয়ের আনন্দে মেতেছিলেন সাবেক দুই মাদ্রিদ তারকা মার্সেলো ও করিম বেনজেমা।