বেকারত্ব দূর করতে কাজ করবে সরকার : আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রফেশনাল সেক্টরে ইকোসিস্টেম ঠিক করা প্রয়োজন। কোনো যুবক যেন বেকার না থাকে। বাংলাদেশ থেকে আনএমপ্লয়মেন্ট (বেকারত্ব) দূর করতে কাজ করবে সরকার। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের কক্ষে ওয়ার্ল্ড ব্যাংকের বিশেষজ্ঞ দলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্যসম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ছিলেন। এ ছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে শেখ, ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্না রায় ও ঢাকায় নিযুক্ত ওয়ার্ল্ড ব্যাংকের জ্যেষ্ঠ ইকোনমিস্ট রাশেদ আল জায়েদ জশ উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষার্থীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘দেশ পুনর্গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরুণদের সুযোগ প্রয়োজন, দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশের জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।’
অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশ পুনর্গঠনে ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন ভিশনারি প্রস্তাবনা তুলে ধরে আব্দুলায়ে শেখ বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্ম অদম্য। সঠিক যত্ন নিলে, তারা হতে পারেন দেশ গড়ার অন্যতম জনশক্তি।’