শরিফুলের জোড়া ধাক্কায় বিপদে পাকিস্তান
টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। দিনের অনেকটা সময় বৃষ্টি হওয়ায় পেসাররা সুবিধা পাবেন, এমন আশাতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আজ বুধবার (২১ আগস্ট) অধিনায়ককে ঠিক প্রমাণ করলেন পেসাররা। দ্রুতই তুলে নেন পাকিস্তানের তিন উইকেট।
প্রথম ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাছান মাহমুদ। পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিককে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন হাছান মাহমুদ। মাত্র দুই রান আসে শফিকের ব্যাট থেকে। ক্রিজে থিতু হওয়ার আগেই শরিফুল ইসলামের শিকার হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছয় রান করা শানের ক্যাচ নেন লিটন কুমার দাস।
ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি বাবর আজমও। মাত্র দুই বল খেলে শরিফুলের বলে লিটনের তালুবন্দি হন বাবর। খুলতে পারেননি রানের খাতা। ১৬ রান তুলতেই তিন উইকেট হারায় পাকিস্তান।
যাদের নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ
বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসার নিয়ে। পেস বিভাগের দায়িত্বটা শরিফুল ইসলামের হাতে। দলে আরও দুই পেসার হাছান মাহমুদ ও তরুণ নাহিদ রানা। দলে থাকা দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর অনুষ্ঠিত হলো টস। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে টস জিতে আজ ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও ভেজা আউটফিল্ড তা হতে দেয়নি। বৃষ্টি হয়েছে সকালে। আউটফিল্ড ভিজে যাওয়ায় ঠিক সময়ে খেলা শুরুর মতো অবস্থা না থাকায় অপেক্ষার পর অপেক্ষায় কেটেছে সময়। কয়েকবার পর্যবেক্ষণের পরও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এরমধ্যেই ভেসে যায় রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম সেশন। অবশেষে বিকেল ৩টায় টস হয়।