সাভারে ১০ ঝুটের গুদামে আগুন
সাভারে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এনায়েতপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পড়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস দুটি ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম জানান, ঝুটের গোডাউনে অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। গোডাউন সংলগ্ন বাড়িঘরগুলোতে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি গুদামে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই তা সারিবদ্ধ অপর নয় গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ভয়াবহতায় আশপাশের মানুষের চিৎকার শোনা যায়। আতঙ্কে অনেকে বাড়িঘর ছেড়ে পালাতে থাকেন।
স্থানীয়রা জানান, এসব ঝুটের গুদামের মালিক ঢাকা-১৯ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।
৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর নিজের ঝুটের সাম্রাজ্য ফেলে আত্মগোপনে চলে যান মুহাম্মদ সাইফুল ইসলাম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ছাড়াও সাভার আশুলিয়া শিল্পাঞ্চল থেকে সংগৃহীত ঝুট এসব গুদামে এনে পরে প্রক্রিয়াজাত করা হতো।
এই ঝুট ব্যবসার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নিতে পরিকল্পিতভাবে ঝুটের গুদামে প্রতিপক্ষ আগুন দেওয়া হয়েছে বলে সদ্য সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের স্বজনরা অভিযোগ করেছেন।
এ বিষয়ে মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম বলেছেন, তদন্তের পরে বলা যাবে এটা নাশকতা নাকি অগ্নি দুর্ঘটনা।