সাফের ফাইনালের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
টাইব্রেকারে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুব ফুটবলাররা। প্রথমবারের মতো শিরোপা জিততে ফাইনালে নেপালকে হারাতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে, মেগা ফাইনালের আগে দুঃসংবাদ পেল মারুফুল হকের শিষ্যরা।
ভারতের বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত এক জয় পেলেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের চোট বেশ দুশ্চিন্তায় ফেলে টিম ম্যানেজমেন্টকে। ১-০ গোলে এগিয়ে থাকলেও ম্যাচের ৬৯তম মিনিটে চোখে চোট পান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আঘাত গুরুতর হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বদলী গোলরক্ষক হিসেবে নামানো হয় মোহাম্মদ আসিফকে। আর সেই সুযোগ পেয়েই বাজিমাত এই গোলরক্ষককের। টাইব্রেকারে দুর্দান্ত জোড়া সেভে দলকে তোলেন ফাইনালে।
এই বিষয়ে দলের ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম জানান, শ্রাবণ চোখে আঘাত পেয়েছে। এখানকার চিকিৎসকদের মতে, তার সার্জারির প্রয়োজন হবে। যার ফলে আমরা তাকে দ্রুতই দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন স্বাভাবিক রয়েছে, এখন টিকিটের জন্য অপেক্ষা করছি। টিকিট পেলে দ্রুতই সে রওনা দেবে।’
তবে, এবার জানা গেল সেমির মতো ফাইনালেও খেলা হচ্ছে না শ্রাবণের। দলের পক্ষ হতে জানানো হয়েছে, তার চোখে সার্জারি করাতে হবে। যার ফলে দ্রুতই তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর ফলে ফাইনালেও গোলবার সামলানোর দায়িত্ব থাকছে আসিফের কাঁধে। আগামীকাল বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর পৌনে ৩টায় শুরু হবে ফাইনালের লড়াই।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এর আগেও তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। হারের স্বাদ পেয়েছে প্রত্যেকবার। ২০১৭ সালের নেপালের বিপক্ষে হারের পর ২০১৯ ও ২০২২-এ দুবারই ভারতের বিপক্ষে হেরেছে যুবারা। ফাইনালে তাই অতীতের তিক্ততা ভুলে শিরোপা ঘরে তোলার বড় সুযোগ।