সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় বিএনপি
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করবে, এমনটা প্রত্যাশা করছে বিএনপি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় দলটি। সংবিধান সংশোধন, প্রশাসনিক ও বিচার বিভাগের সংস্কার করবে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশাও রয়েছে দলটির। অন্তর্বর্তী সরকার চাইলে বিএনপি ঘোষিত রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাতে পারে বলে এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন গুমের শিকার হয়ে ফিরে আসা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালে ১০ মার্চ উত্তরার বাসা থেকে গুমের শিকার হয়েছিলেন। ৬১ দিন আয়নাঘরে বন্দি রাখার পর ভারতের শিলং সীমান্তের ওপারে ঠেলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশে নিরাপত্তা হেফাজতে থাকতে হয়েছে সালাহউদ্দিন আহমদকে। দলের কাউন্সিলে সালাহউদ্দিনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ ১০ বছরের মাথায় দেশে ফেরেন সালাহউদ্দিন আহমেদ। একান্ত সাক্ষাৎকারে নিজের ও দলের আগামীর ভাবনা তুলে ধরেন এনটিভির কাছে।
সালাহউদ্দিন আহমেদ মনে করেন, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার। তারা চাইলে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়েও কাজ করতে পারে। পাশাপাশি নির্বাচনি ব্যবস্থার সংস্কারের পথেও হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয় বলেও মত দেন তিনি।