মুস্তাফিজের জন্য বাংলা শেখার ধুম!
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কদিন আগেই টুইটারে লিখেছিলেন, ‘মুস্তাফিজের জন্য বাংলাটা শিখতেই হবে আমাকে! আমি গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম ফিজের (মুস্তাফিজ) জন্য। চেষ্টা করছি কীভাবে বাংলা শিখতে হয়।’
শুধু ওয়ার্নারই নন, দলটির কোচ টম মুডি এখন টুইটারে বাংলায় টুইট করেছেন। তেমনি দলটির মেন্টর ভি ভি এস লক্ষ্মণও টুইটারে মুস্তাফিজের প্রশংসা করেছেন বাংলায়!
তাই এখন বলতেই হচ্ছে, মুস্তাফিজের সৌজন্যে বাংলাও এখন ক্রিকেট বিশ্বে বেশ আলোচিত হচ্ছে। আইপিএলে তাই মুস্তাফিজের দলের অনেকেই বাংলা শেখার চেষ্টাও করছেন। হায়দরাবাদের অনেক অবাঙালি সমর্থকও এখন বাংলায় এক-দুটি শব্দ পোস্ট করার দিকে ঝুঁকছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে বাংলাদেশের এই বোলিং সেনসেশন যখন বাংলায় প্রতিক্রিয়া জানিয়েছেন, বিন্দুমাত্র অবাক হননি কেউ। সবাই যেন ভুলেই গেছেন এই বাঁহাতি পেসার ইংরেজিতে কথা বলতে খুব একটা পটু নন।
বাংলায় মুস্তাফিজ বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। গেমটা অনেক ভালো হয়েছে। সবাই এনজয় করেছেন। ধন্যবাদ।’
মুস্তাফিজের তিন বাক্যের এই প্রতিক্রিয়া হয়তো অনেকেই তখন বুঝতে পারেননি। তবে মুস্তাফিজের জন্য এখন যে বাংলা শেখার ধুম পড়েছে, এটা বলাই যায়। শুরুটা তাঁর কোচ ও অধিনায়কই করেছেন।