বাংলাদেশের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী ভারত : প্রণয় ভার্মা
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারতের বর্তমান সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যে চলমান প্রকল্পগুলো সুষ্ঠুভাবে চালিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে ভারতীয় হাইকমিশনের আরও তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন। হাইকমিশনার বাংলাদেশে চলমান প্রকল্পগুলোতে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করাও প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করার অনুরোধ জানান। বৈঠকে সোলার এনার্জি ও ফ্লোটিং সোলার পার্কসহ নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে পাওয়ার কানেক্টিভিটি নিয়েও আলোচনা হয়েছে।