গাজীপুরে শহীদী মার্চে হামলা, বিএনপিনেতা নিহত
গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চে বাধা ও হামলার ঘটনায় মোক্তারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক আকলু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
হামলায় জহিরুল ইসলাম, মজনু শেখ, বিল্লাল হোসেন, তাজুল ইসলাম,শামসুল শেখ, নুরুল ইসলামসহ ১০-১২ জন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই বিএনপিনেতার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে উপজেলাধীর মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ ও শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পার্শ্ববর্তী কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়ের খিলগাঁও এলাকার মজির মিয়ার ছেলে নাজুক মিয়া এর প্রতিবাদ করেন।পরে কথা-কাটাকাটির একপর্যায়ে নাজুক মিয়া ফোন করলে পূর্ব থেকে ওত পেতে থাকা কতিপয় সুযোগ সন্ধানী দলের নামধারী বখাটে সন্ত্রাসী মোরশেদ, আজিজুল ওরফে উরু, আরিফুল, সিয়াম মারুফ, মনির হোসেন, সোহেলসহ মিছিলটিতে হামলা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে বাধা প্রদানকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া করলে মিছিলকারীরা দৌড়ে নাসু মার্কেট চলে যায়। পরে সেখানে গিয়ে ওই সন্ত্রাসীরা মিছিলকারীদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের বেধড়ক লাঠির আঘাতে এমদাদুল হক আকলু ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় আকলুকে বাঁচাতে গিয়ে ১০-১২ জন নেতাকর্মী আহত হন। নিহত আকলুর শরীরে বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আকলুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ অন্য নেতারা সেখোনে ছুটে যান এবং নিহত আকলুর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মো. আসাদুজ্জামান বলেন, নাসু মার্কেট এলাকায় একটি মিছিল করাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।