পাওনা অর্থ নিয়ে পিএসজির সঙ্গে আপস চান না এমবাপ্পে
চলতি মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ক্লাবটি ছেড়ে আসলেও তাদের সঙ্গে লেনদেনের ব্যাপার রয়ে গেছে বিশ্বকাপজয়ী তারকার।
পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো পাওনা রয়েছে বলে দাবি করেন এই তারকা। পাওনা অর্থ নিয়ে পিএসজির সঙ্গে আপস করতে রাজি নন এমবাপ্পে। খবর এএফপির।
বেতন ও বোনাস নিয়ে সাবেক ক্লাবের সঙ্গে বিরোধের অবসানে ফরাসি ফুটবল লিগের আইনি কমিশন এমবাপ্পেকে মধ্যস্থতার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফরাসি তারকা। জটিলতা নিরসনে এমবাপ্পে কমিশনের সহযোগিতা চাওয়ার পর তাদের উপস্থিতিতে প্যারিসে পিএসজি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্রতিনিধিরা।
এক বিবৃতিতে এমবাপ্পের প্রতিনিধিরা বলেন, তাকে তিন মাসের বেতন দেয়নি পিএসজি। এ ছাড়া আনুগত্য বোনাসের শেষ কিস্তিও পরিশোধ করেনি ক্লাবটি। এসব বিষয়ে কমিশনকে জানানো হয়েছে। কমিশন এ বিষয়ে পিএসজির সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব দেয়।
যদিও, এমবাপ্পের প্রতিনিধিদের পক্ষ থেকে মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। এটি করতে গেলে পাওনা অর্থের পরিমাণ কমে যাওয়ার শঙ্কা করছেন তারা।
অন্যদিকে পিএসজির দাবি, ক্লাবের কাছে এমবাপ্পের কোনো অর্থ পাওনা নেই। ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তাকে যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তখন পুনরায় স্কোয়াডে ফিরতে তিনি তার পাওনা বোনাস ত্যাগ করেন।
পিএসজির এক মুখপাত্র জানান, কমিশন মধ্যস্থতা প্রক্রিয়া বিবেচনার জন্য এমবাপ্পেকে আমন্ত্রণ জানিয়েছে। তার প্রতিনিধিরা এখন কী ব্যবস্থা নেবেন তা জানা নেই তাদের।