কঠিন ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিভারপুল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে, চলতি মৌসুমে ক্লাবটির অবস্থা এখন পর্যন্ত নাজুক। চার ম্যাচ খেলে হেরেছে দুটিতে। বর্ধিত কলেবরে হওয়া চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের মধ্যে মাদ্রিদের অবস্থান ২১ নম্বরে। গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বুধবার (২৭ নভেম্বর) দিনগত রাত ২টায় মাঠে নামবে মাদ্রিদ। প্রতিপক্ষ লিভারপুল আছে বেশ ভালো অবস্থানে।
ইউরোপ সেরার মঞ্চে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে লিভারপুল। চার ম্যাচের সবকটিতে জিতেছে তারা। পয়েন্ট টেবিলে আছে তৃতীয় স্থানে। আজকের ম্যাচে মাদ্রিদকে হারাতে পারলে শীর্ষে উঠবে অলরেডরা। ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচ হওয়ায় লিভারপুলের আত্মবিশ্বাস তুঙ্গে।
দুদলের সর্বশেষ পাঁচ দেখায় অবশ্য জয় নেই লিভারপুলের। চারটিতেই জয় তুলে নিয়েছে মাদ্রিদ। একটি হয়েছে ড্র। ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগেই শেষ দেখায় ১-০ গোলের জয় পায় লস ব্লাংকোরা। এই পরিসংখ্যান নিঃসন্দেহে কার্লো আনচেলত্তির মাদ্রিদকে অনুপ্রেরণা দেবে।
বাস্তবতা যদিও ভিন্ন। এক ঝাঁক তারকার চোটে রিয়াল মাদ্রিদ অনেকটা দিশেহারা। চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন দলের অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়র। চোটে পড়ার ম্যাচেও তিনি ছিলেন আপন আলোয় উজ্জ্বল। শুধু নিজ ক্লাবের নয়, সময়ের অন্যতম সেরা এই তারকাকে না পাওয়াটা মাদ্রিদকে পিছিয়ে রাখবে কিছুটা। তবে, নিজের দিনে মাদ্রিদ কতটা ভয়ানক সেটি ভালো করে জানা লিভারপুলের। ঘরের মাঠ হলেও তাই বাড়তি সতর্কতা আছে অলরেড শিবিরে।