কম বোলিং করে আলোচনায় সাকিব, জানা গেল কারণ
বাংলাদেশের প্রয়োজন ৩৫৭ রান, ভারতের প্রয়োজন ৬ উইকেট। চেন্নাই টেস্টের শেষ দুইদিনে পরিসংখ্যান দাঁড়িয়েছে এমনটাই। তবে, সবকিছু ছাপিয়ে আলোচনায় অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের রান পাহাড় গড়ার ম্যাচে বল হাতে খুব একটা দেখা যায়নি সাকিবকে। কেন কম বোলিং করলেন এই বাঁহাতি অলরাউন্ডার। এবার জানা গেল সেই কারণ।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) তৃতীয় দিন খেলার আগে সাবেক ভারতীয় স্পিনার ও স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার মুরালি কার্তিককে দেখা যায় সাকিবের সঙ্গে কথা বলতে। ম্যাচের সময় সাকিবের আঙুলের সমস্যা নিয়ে ধারাভাষ্যে আলোচনা করেন তিনি।
ধারাভাষ্যে থাকা তামিম ইকবাল জানতে চান, সাকিবের সঙ্গে তার কী কথা হয়েছে। তখনই ঘটনার ব্যাখ্যায় মুরালি জানান, ‘তাকে অনেক দিন ধরেই চিনি এবং জানি। তাই তাকে প্রশ্ন করেছিলাম কেন, পর্যাপ্ত বোলিং করেনি। জবাবে সে বলেছে, আঙুলে তার অস্ত্রোপচার হয়েছে।’
মুরালি আরও বলেন, ‘বোলিং ফিঙ্গারে সে অস্ত্রোপচার করিয়েছে। এখনও সেই জায়গা ফুলে আছে। জায়গাটা অনমনীয় এবং কোনও ধরনের মুভমেন্ট নেই। তাছাড়া সেখানে কোনও ধরনের অনুভূতিও টের পাচ্ছেন না।’
এই বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে বলেন, ‘সাকিব কিন্তু আমাদের কাছে আঙুল নিয়ে কোনো অভিযোগ করেনি। এটা ঠিক, ওর ওখানে চিড় ছিল। তখন আঙুল বেঁধে রেখেছিল কিছুদিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো। সেখানে তো আঙুল নিয়ে তার কোনো অভিযোগ শুনিনি। এরপর সার্জারি হলে তো আমরা জানতাম। তার সর্বশেষ সার্জারি হয়েছিল সেই এশিয়া কাপের সময় । এরপর সার্জারি হয়নি, ফ্র্যাকচার হয়েছে, ২০২৩ বিশ্বকাপে ভারতে।’
চলমান টেস্টের প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রান দিয়েও কোনো উইকেট পাননি সাকিব। দ্বিতীয় ইনিংসে আরও বাজে বোলিং করেন সাকিব। ১৩ ওভারে ৭৯ রান হজম করলেও উইকেটশূণ্য ছিলেন এই বাঁহাতি বোলার।