ইমাম বাটনের ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসান মারা গেছেন
পুঁজিবাজারের তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরে (ইমাম বাটন) ব্যবস্থাপনা পরিচালক এ এস এম হাসিব হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে তার ধানমণ্ডির বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা হাসিব হাসানের পরিবারের সঙ্গে কথা বলছি। কীভাবে মারা গেলেন, তা জানা-বোঝার চেষ্টা করা হচ্ছে। তদন্তে ভিন্ন কিছু পাওয়া গেলে আমরাও অন্যরকম চিন্তা করব।
হামি ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি মো. ওসমান গণিও এনটিভি অনলাইনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) নিকেলেশ চন্দ্র পলাশ বলেন, হাসিব হাসানের বর্তমান স্ত্রী পূজাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। বাসার দারোয়ানের সঙ্গেও কথা বলেছি। সবাই একই কথা বলছেন। হাসিব সাহেব স্ট্রোক করেছেন। সুরতহাল রিপোর্ট করতে গিয়ে আমি হাসিবের শরীরে কোনো কাটা-ছেঁড়া বা ক্ষতের দাগ পাইনি। আমাদেরও প্রাথমিক ধারণা এমন, তিনি স্ট্রোক করতে পারেন।
নিকেলেশ চন্দ্র পলাশ বলেন, তবে, এটাই চূড়ান্ত কথা নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় হাসিব হাসানের বড়বোন একটি অপমৃত্যুর মামলা করেছেন।
জানা গেছে, ব্যবসা সম্প্রসারণ ইউনিট নিয়ে মিথ্যা তথ্য প্রদান ও শেয়ার লেনদেনে কারসাজির আশ্রয় নেওয়ার কারণে হামি ইন্ডাস্ট্রিজের (ইমাম বাটন) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এস এম হাসিব হাসানকে গত ১৮ সেপ্টেম্বর এক কোটি টাকা জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।