বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যের কথা জানালেন অধিনায়ক জ্যোতি
আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেই টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দল ভালো করলে সেমিতে খেলাও সম্ভব বলে মনে করেন তিনি।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশ ছাড়ার আগে মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিগার বলেন, ‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল, অবশ্যই...সেমিফাইনাল কে না খেলতে চায়।’
নিগার আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই। প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে।’
বাংলাদেশ নারী ক্রিকেট দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার,তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।