সরকারি বরাদ্দ বিতরণে দুর্নীতি হলে মেনে নেওয়া হবে না : পার্বত্য উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সরকারি বরাদ্দ বিতরণে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত আগস্ট মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারি বরাদ্দের উপকরণগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ হওয়া উপকরণ বিতরণে স্বচ্ছতা ও জবাবহিহিতা থাকতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ হলো সব ধরনের বৈষম্য দূর করা। সবার জন্য মানবাধিকার উন্নীত করা। সমতা ও ন্যায় বিচারের ওপর ভিত্তি করে সংস্কার করা।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মঞ্জুর হওয়া টাকা উঠানোর ক্ষমতা জেলা প্রশাসককে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বরাদ্দ হওয়া টাকা ব্যবহারে বিগত ২০০২ থেকে ২০০৬ সালে জারি করা এ সংক্রান্ত সব পরিপত্রের শর্তাদি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও তিন পার্বত্য জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।