আলোক স্বল্পতায় বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ
কী হবে কানপুর টেস্টের ফলাফল? প্রথম দিন এই বিষয়ে বলা কঠিন হলেও বৃষ্টি যে বড় ভূমিকা রাখতে যাচ্ছে তা তো বলাই যায়। প্রথম দিনের খেলায় দুই দফায় বৃষ্টির পর এবার আলোক স্বল্পতায় বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ। খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে আছেন দুই ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
চেন্নাইয়ের পর কানপুর টেস্টেও বাংলাদেশকে ভোগাচ্ছে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গত টেস্টে শেষ ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। আর এই টেস্টের শুরুটা করলেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল শান্তকে ফিরিয়ে। লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। দলীয় ৮০ রানের মাথায় অশ্বিনের বল খেলতে গিয়ে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন শান্ত। আম্পায়ার অশ্বিনের আবেদনে সাড়া দিলেও রিভিউ নেন শান্ত। তবে, তাতেও কাজ হয়নি। ৫৭ বলে ৩১ রান করে ফিরতে হয়েছে সাজঘরে।
থেমেছে বৃষ্টি, ফের খেলা শুরু
কানপুর টেস্ট বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই টেস্টে হারলে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে বাংলাদেশকে। সেই কথা মাথায় রেখে প্রথম ইনিংসে ব্যাটি করছে বাংলাদেশ। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম সেশনটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। এরওপর বৃষ্টির হানায় কিছুটা সময় খেলাও হয়নি। স্বস্তির খবর লাঞ্চ বিরতির ঠিক পরই শুরু হওয়া বৃষ্টি থেমেছে। ফের ব্যাটিংয়ে নেমেছেন দুই ব্যাটার মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
কানপুর টেস্টে ফের বৃষ্টির হানা
কানপুর টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। বৃষ্টির বাধায় ১ ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা। এবার লাঞ্চ বিরতির পর ফের হানা দিয়েছে বৃষ্টি। আর বৃষ্টির আগ পর্যন্ত ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে স্কোবোর্ডে ৭৪ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ
ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট, টসের সময় ঠিক এমনটাই বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সেই কথার সঙ্গে কাজে মিল রাখতে পারেননি ওপেনাররা। শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। জাকিরের পর হারাল আরেক ওপেনার সাদমান ইসলামের উইকেট। সবমিলিয়ে দলীয় ২৯ রানের মধ্যে দুই উইকেট হারাল সফরকারীরা। আকাশ দীপের লেন্থ ডেলিভারি বুঝতে পারেননি সাদমান। বল গিয়ে আঘাত হানে প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ারা। রিভিউ নেন অধিনায়ক রোহিত। পরবর্তীতে টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। ৩৬ বলে ২৪ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
খেই হারিয়ে সাজঘরে জাকির
কানপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামলেও প্রথম আট ওভারে বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ সাবলীল। তবে, ইনিংসের নবম ওভারে এসে খেই হারালেন ওপেনার জাকির হাসান। দলীয় ২৬ রানের মাথায় আকাশ দীপের বলে শট খেলতে গিয়ে স্লিপে থাকা জয়সওয়ালের হাতে ধরা পড়েন এই বাঁহাতি ওপেনার। অবাক করার মতো বিষয় হলো ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
একাদশে দুই পরিবর্তন বাংলাদেশের
আগে থেকেই অনুমেয় ছিল দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে। আর তাই হয়েছে। কানপুর টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। যদিও ধারণা করা হচ্ছিল নাহিদ রানা একাদশে থাকবেন। তবে, চেন্নাইতে ভালো করার পরও কেন তিনি দলে নেই, সেটা অবশ্য জানা যায়নি।
বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
কানপুরের পিচ নিয়ে আলোচনায় বেশ কদিন ধরেই। কালো মাটির পিচ হওয়ায় ব্যাটারদের পক্ষেই কথা বলবে ধারণা দিয়েছেন ধারাভাষ্যকার মুরালি কার্তিক। সেই হিসেব মাথায় নিয়েই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও প্রথম টেস্টে টস জিতেছিল বাংলাদেশ। সেই টেস্টে শান্তও টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। মূলত কন্ডিশনের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। টস হারলেও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো বলে জানিয়েছেন শান্ত।
বৃষ্টির বাধায় টস হতে দেরি
বৃষ্টির কারণে দেরিতে শুরু হচ্ছে কানপুর টেস্ট। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস শুরু করা যায়নি। এরপর ১০টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানিয়েছেন, টস হবে বাংলাদেশ সময় সাড়ে ১০টায়। খেলা শুরু হবে ১১টায়। এর আগে লম্বা সময় ধরে মাঠ পর্যবেক্ষণ করতে দেখা যায় আম্পায়ারদের। তবে, মাঠের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় খেলা শুরুর সময় পিছিয়ে দিতে বাধ্য হন আম্পায়াররা।