জুলাই-আগস্ট গণহত্যার বিচার ত্বরান্বিত করতে তদন্ত শুরু
‘আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে জুলাই-আগস্টে দেশব্যাপী যে গণহত্যা হয়েছে, তার বিচার ত্বরান্বিত করা। বিচার ত্বরান্বিত করতে আমার নিজ জেলা বাগেরহাট থেকেই মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছি।’
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ তথ্য জানিয়েছেন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, জুলাই-আগস্টের গণহত্যার বিচার ত্বরান্বিত করতে বিচারের যে এভিডেন্স আছে তা সংরক্ষণ করতে হবে। আমরা ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য সংগ্রহে। এ তথ্য তাজা থাকা অবস্থায় তাঁরা যেন পাঠান। তাই আমার নিজ জেলা বাগেরহাট থেকেই স্থানীয়ভাবে তদন্ত শুরু করেছি। এজন্যই এ এলাকায় এসেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে।’
আজ সকাল থেকে প্রসিকিউটর তামিম মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলায় নিহত ও আহতদের পরিবারগুলোর বাড়ি বাড়ি যান। তাদের সান্ত্বনার পাশাপাশি শহীদ তালিকায় নাম অন্তর্ভুক্ত ও সাহায্য-সহযোগিতায় রাষ্ট্রের পক্ষ থেকে আশ্বস্ত করেন তিনি। সেই সঙ্গে তিনি প্রত্যেকটি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় প্রসিকিউটর তামিমের সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।