ঝিনাইদহে বিএনপির সমাবেশ বিকেলে, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান
ঝিনাইদহে দীর্ঘ ১৬ বছর পরে জেলা শহরের প্রাণকেন্দ্রে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরু হবে। তার আগে বিভিন্ন ধরনের দেশাত্ববোধক গান পরিবশেন করা হচ্ছে। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে সমাবেশে যোগ দিতে ছুটে আসছেন হাজার হাজার মানুষ।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টার পরে ভার্চ্যুয়ালি যোগ দিবেন তিনি এমন আভাস পাওয়া গেছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।
সমাবেশে ঘিরে সাধারণ মানুষের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার শাসনকালে বাড়িতে ঘুমাতে পারেনি সাধারণ মানুষ। গায়েবী মামলার আসামি হয়েছেন জেলার হাজার হাজার নেতাকর্মী। গুম-খুন, পুলিশের নির্যাতনের শিকার হয়ে মানবেতর দিন কেটেছে তাদের। স্বজন হারানো অনেক মানুষ প্রচণ্ড গরম উপেক্ষা করে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। প্রধান অতিথির মুখ থেকে আগামীর বাংলাদেশ গড়ে তোলার দিক নির্দেশনা নিয়ে বাড়ি ফিরে যাবেন তারা। সমাবেশ ঘিরে প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিস্তারিত দেখুন ভিডিওতে।