কানপুর টেস্ট নিয়ে কী ভাবছেন বাংলাদেশ অধিনায়ক?
প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। দ্বিতীয় দিনে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) মাঠে গড়ায়নি একটি বলও। ভারতের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া কানপুর টেস্টের দুটো দিন নিয়ে গেল বৃষ্টি। এখন পর্যন্ত দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১০৭ রান।
খেলা না হওয়ার যারপরনাই হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, তার মতে ব্যাটিংয়ে বাংলাদেশ খুব একটা খারাপ অবস্থানে নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া ভিডিওতে তিনি অবশ্য জানান, যেভাবে বৃষ্টি হচ্ছে, খেলা হলেও সামনের দিনগুলোতে ব্যাটিং করা চ্যালেঞ্জিং হবে।
শান্ত বলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। একটা উইকেট বেশি পড়েছে। তবে, আমি বলব না খুব একটা খারাপ অবস্থানে আছি। আমার মনে হয়, আমরা মাঝামাঝি একটা অবস্থায় আছি। উইকেট শুরুতে ভালোই ছিল। কিন্তু, বৃষ্টি হচ্ছে, রোদের দেখা নেই। তৃতীয় ও চতুর্থ দিনে খেলা হলে ব্যাটিং করাটা চ্যালেঞ্জিং হতে পারে।’
আবহাওয়ার ওপর কারও হাত নেই, সেটি মানেন বাংলাদেশ অধিনায়ক। তবে, খেলোয়াড় হিসেবে নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি। শান্ত জানান, একজন খেলোয়াড়ের জন্য এটি হতাশার। খেলা শুরু হয়েছে, কিছু ওভার খেলা হয়েছে, তারপর বন্ধ। কিন্তু আবহাওয়ার ওপর তো আর হাত নেই।