ক্লাব বিশ্বকাপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করল ফিফা
নামে বিশ্বকাপ হলেও এতদিন খুব একটা উন্মাদনা ছিল না ফিফা ক্লাব বিশ্বকাপকে ঘিরে। গত ১৫ বছর ধরে সাত মহাদেশের চ্যাম্পিয়ন সাতটি ক্লাবকে নিয়ে হতো এই টুর্নামেন্ট। অল্প কয়েকদিনের টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনাল খেলত ইউরোপিয়ান অঞ্চলের দলগুলো। তবে, আগামী বছর থেকে বাড়ছে ক্লাব বিশ্বকাপের কলেবর।
২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে ৩২ দল নিয়ে। বর্ধিত পরিসরের প্রথম আসর বসবে যুক্তরাষ্ট্রে। দেশটির ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রায় এক মাসব্যাপী টুর্নামেন্ট। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই। ভেন্যু সম্পর্কে জানা থাকলেও এবার ফাইনালের মাঠ কোনটি, তা জানাল ফিফা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ক্লাব বিশ্বকাপের ফাইনাল। এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন সেটি। এমন খবরই আজ রোববার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছে ইএসপিএন।
ফিফা সভাপতি বলেন, ‘বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। ২০২৫ সাল থেকে এটি নতুন এক যুগে প্রবেশ করতে চলেছে। ক্লাব ফুটবলকে বিশ্ববাসীর কাছে উৎসবের একটা উপলক্ষ হিসেবে সামনে আনতে চলেছি আমরা। নতুন করে ক্লাব বিশ্বকাপের ইতিহাস লেখা হবে।’
ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গত মৌসুম দুর্দান্ত কাটে তাদের। ঐতিহাসিক টেবল জয়ের পর ডিসেম্বরে হওয়া ক্লাব বিশ্বকাপও নিজেদের করে নিয়েছিল সিটিজেনরা।