বিশ্বকাপ বাছাইয়ের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল
লা লিগায় সর্বশেষ ম্যাচে চোট পেয়েছে রিয়াল মাদ্রিদের একাধিক ফুটবলার। যাদের একজন ভিনিসিয়াস জুনিয়র। ভিয়ারিয়ালের বিপক্ষে মাদ্রিদের ২-০ গোলে জেতা ম্যাচে একটি গোল করেন ভিনি। ৭৩ মিনিটে গোল পেলেও ৭৯ মিনিটে চোটের কারণে মাঠ ছেড়ে যান তিনি।
আন্তর্জাতিক বিরতির কারণে ক্লাব ফুটবলে ম্যাচ নেই রিয়াল মাদ্রিদের। তবে আগামী ১১ ও ১৬ অক্টোবর ব্রাজিল মাঠে নামবে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে। ম্যাচ দুটিতে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে না পাওয়ার শঙ্কাই বেশি। খবর ইউএনবির।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১৬ অক্টোবর খেলবে পেরুর বিপক্ষে। কাঁধে চোট পাওয়ায় অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে ভিনিকে, এমনটিই জানিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। চোট থেকে সেরে উঠতে এই ফরোয়ার্ডকে সম্পূর্ণ বিশ্রামে থাকার কথা বলা হয়েছে। যার মানে দাঁড়ায়, ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচে তাকে দলে পাচ্ছেন না কোচ দরিভাল জুনিয়র।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এমনিতেই নড়বড়ে অবস্থনে রয়েছে ব্রাজিল। আট ম্যাচ শেষে মাত্র তিনটি জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে সেলেসাওরা। ঘুরে দাঁড়ানোর এই সময়ে ভিনির অনুপস্থিতি দলকে ভোগাতে পারে।
ভিনিসিয়াস ছাড়াও চোটে পড়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। বাছাই পর্বের ম্যাচ দুটিতে তাকেও থাকতে হবে মাঠের বাইরে। দুই তারকাকে ছাড়াই চ্যালেঞ্জ মোকাবিলায় নামবে ব্রাজিল।