সৌদির চোখ ধাঁধানো প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়াস
এরইমধ্যে সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের মতো বিশ্বসেরা তারকারা। তাদের দেখাদেখি টাকার ঝনঝনাতিতে পাড়ি জমাচ্ছেন একের পর এক তারকা ফুটবলাররা। এবার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের দিকে নজর পড়েছে সৌদির। দিয়েছে চোখ ধাঁধানো প্রস্তাব। তবে, সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন এই রিয়াল তারকা।
গতকাল সোমবার (১২ আগস্ট) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সৌদি আরব থেকে বড় প্রস্তাব পেয়েছেন ভিনিসিয়াস। সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতিনিধিরা দলবদলের ব্যাপারে ভিনিসিয়াসের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছেন। বার্ষিক বেতন হিসেবে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে চোখধাঁধানো ৩৫০ মিলিয়ন ইউরো।
প্রতিবেদন অনুসারে, ২০৩৪ সালে নিজেদের মাটিতে আয়োজন করতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে আরব দেশটি। ভিনিসিয়াসকে কেনার উদ্যোগও সেই পরিকল্পনার অংশ। এর মধ্য দিয়ে দেশটিকে ফুটবলের রঙে রাঙিয়ে তুলতে চায় তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় দারুণ অবদান ছিল এই তারকার। আছেন সম্ভাব্য ব্যালন ডিঅর জয়ীর তালিকায়। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকাও বটে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে ভিনিসিয়াসের। তার রিলিজ ক্লসও অবাক করার মতো। প্রায় ১ বিলিয়ন ইউরো। এতেই, বোঝা যায় রিয়ালও ভিনিসিয়াসকে সহজে ছাড়বে না। তাকে ধরে রাখতে নতুন প্রস্তাব দিতে পারে রিয়াল, এমনটিও শোনা যাচ্ছে।