র্যাঙ্কিং ভুলে জয়ে চোখ বাংলাদেশের
প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য নিজেদের ঝালিয়ে নিতে মালয়েশিয়া আর আজারবাইজানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাফুফে। আগামীকাল বুধবার (২৬ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
সেই ম্যাচের আগে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। সেখানে জানালেন নিজেদের পরিকল্পনা আর লক্ষ্যের কথা।
বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে নারী ফুটবল। বদল এসেছে খেলার ধরনেও। নিজের হাই-লাইন ডিফেন্স দর্শনে বাংলাদেশকে গড়তে চান বাটলার। শুরুর দিকে সাফল্যও পেয়েছে বাংলাদেশ। যার ফলেই এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে।
তবে সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে হাই-লাইন ডিফেন্সের সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে দেখা গেছে আফঈদা-কোহাতিদের। দুই ম্যাচ মিলিয়ে গোল হজম করেছিল ৮টি, দিয়েছিল একটি। নিজের মন্ত্রে অটল বাটলার ত্রিদেশীয় সিরিজেও দলকে খেলাবেন একই ছকে। আফঈদা জানালেন, কোচের কৌশলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।
আফঈদা বলেন, ‘কোচরা আমাকে যেভাবে খেলার জন্য বলেছেন, আমরা অবশ্যই চেষ্টা করব আজারবাইজান আর মালয়েশিয়ার সঙ্গে ভালো খেলার জন্য। সকালে আমরা অনুশীলন করেছি। কোচ আমাদের বলে দিয়েছেন কীভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ, আমরা ভালো কিছু করব। বাংলাদেশের মানুষকে ভালো খেলা উপহার দেবো।’
হাই-লাইন ডিফেন্সে খেলা একটু কঠিনই বটে। তবে মানিয়ে নিতে পারলে ভালো ফলাফলও পাওয়া যায়।
আফঈদার বিশ্বাসও তেমনই, ‘সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। তো আমরা অবশ্যই চেষ্টা করব (হাই লাইন ডিফেন্সের সাথে মানিয়ে নেওয়ার)… এর আগে তো আমরা ওভাবে খেলিনি। এখন কোচ সেভাবে খেলাচ্ছেন। আমরা অবশ্যই চেষ্টা করছি কোচের কথা মতো চলার। অবশ্যই এটা ভালো হবে। ইনশাআল্লাহ, ভালো ফল পাব।’
ব্যাংককের বিপক্ষে ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি না করার কথা জানিয়ে বাংলাদেশের অধিনায়ক আফঈদা বলেন, ‘হ্যাঁ, আমরা এভাবে খেলে এএফসি অনূর্ধ্ব-২০ কোয়ালিফাই করছি। সিনিয়র টিমেও এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। অবশ্যই ভুল ত্রুটি থাকবে। সবকিছুতে তো ভুল থেকে, সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন ভুলগুলো না হয় আমরা সেভাবে খেলব।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশে বেশ এগিয়ে মালয়েশিয়া আর আজারবাইজান। তবে র্যাঙ্কিংকে মাথায় না রেখে ভালো ফুটবল খেলে জয় তুলে নিতে চান আফঈদা। তিনি বলেন, ‘আমরা বেশ কয়েকদিন, ২০-২৫ দিন এক সঙ্গে অনুশীলন করেছি। আমাদের মধ্যে ভালো বন্ধন আছে। আজারবাইজান ও মালয়েশিয়া যে দল নিয়ে আসুক না কেন, তারা র্যাঙ্কিংও এগিয়ে আছে, তবে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচগুলো জয়ের।’

স্পোর্টস ডেস্ক