বাংলাদেশ নিয়ে সতর্ক মালয়েশিয়া
এএফসি এশিয়ান কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজারবাইজান আর মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বেশ ঘটা করেই ট্রফি উন্মোচন হলো তিন দলের কোচ-অধিনায়কদের উপস্থিতিতে।
সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ আর মালয়েশিয়া। তার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন মালয়েশিয়ার কোচ জোয়েল কর্নেলি এবং অধিনায়ক নুর লিয়ানা বিনতে সোবেরি। সেখানে বাংলাদেশকে নিয়ে সতর্কতার কথা জানালেন তারা।
দুই দলের সর্বশেষ দেখা ছিল বছর তিনেক আগে। ২০২২ সালে বাংলাদেশে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলেছিল দুই দল। সিরিজে প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলের লজ্জায় ডুবিয়েছিল লাল–সবুজের মেয়েরা।
স্মৃতি মনে করে বাংলাদেশকে নিয়ে সতর্কতার কথা জানিয়ে মালয়েশিয়ার অধিনায়ক নুর লিয়ানা বিনতে সোবেরি বলেন, ‘এখানে দুই বছর আগে এসেছিলাম। এবার আশা করছি দারুণ একটা প্রতিযোগিতা হবে। আমি জানি বাংলাদেশ দল শক্তিশালী। তাদের বিপক্ষে মাঠে আমাদের কঠিন সময় যায়। তবে বাংলাদেশের খেলোয়াড়েরা সাইজে ছোট গড়নের, আমাদের মতোই—এটা আমাদের জন্য সহজ হবে।’
বাংলাদেশের মতো মালয়েশিয়ার জন্যও এই ত্রিদেশীয় সিরিজ প্রস্তুতির মঞ্চ। এই সিরিজ খেলে তারা যাবে দক্ষিণ–পূর্ব এশিয়ান গেমস খেলতে। বাংলাদেশকে হারিয়ে সেই প্রস্তুতিকে পূর্ণতা দিয়ে আত্মবিশ্বাস নিয়ে যেতে চান মালয়েশিয়ার কোচ জোয়েল কর্নেলি।
জোয়েল কর্নেলি বলেন, ‘এখানে খেলা আমাদের জন্য দারুণ সুযোগ। অবশ্যই এখানে পারফর্ম করতে চাই এবং জিততে চাই। কারণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে এবং আমরা যেভাবে খেলি সেটা জানতে হলেও এখানে জিততে চাই।’

স্পোর্টস ডেস্ক