রিয়ালের ড্রেসিংরুমে উত্তেজনা, ক্লাব ছাড়তে চান ভিনিসিয়ুস
সর্বশেষ মৌসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। দুঃসময় কাটিয়ে নতুন ভোরের আশায় কোচিং প্যানেলে পরিবর্তন এনেছিল রিয়াল। কিন্তু সেই আশাও পূর্নতা পাচ্ছে না। সর্বশেষ তিন ম্যাচে জয় নেই লস ব্লাঙ্কোদের। লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কাও পেয়ে বসেছে রিয়ালকে।
এর ওপর আবার নতুন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। সমস্যা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমেও। দলটির কোচ জাবি আলোনসোর সঙ্গে সম্পর্কে বনিবনা হচ্ছে না দলটির অন্যতম সেরা ফুটবলার ভিসিসিয়ুস জুনিয়রের। ব্রাজিলিয়ান এই তারকা নাকি রিয়ালকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর ক্লাবে থাকতে চান না।
দ্য অ্যাথলেটিকসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। তবে আলোনসোর সঙ্গে মনোমালিন্যের কারণে সেই চুক্তি নবায়ন করতে চান না তিনি।
আলোনসো-ভিনিসিয়ুসের এই সমস্যার শুরুটা যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ চলাকালীন। গত ৯ জুলাই সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় রিয়াল। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ভিনিসিয়ুসকে বেঞ্চে রাখতে চেয়েছিলেন আলোনসো। যদিও শেষ পর্যন্ত ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের চোটের কারণে ভিনিকে নিয়েই শুরুর একাদশ সাজান আলোনসো।
এরপর তো ক্লাসিকোতে প্রকাশ্যে এসেছিল ভিনিসিয়ুস-আলোনসোর মনোমালিন্য। বার্সেলোনার বিপক্ষে সেই ম্যাচে ৭২ মিনিটে ভিনিকে মাঠ থেকে তুলে নেন আলোনসো। মাঠ ছাড়ার সময় রাগে ক্ষুব্ধ হয়ে ২৫ বছর বয়সী তারকা ফুটবলার বলেন, ‘সব সময় শুধু আমি, আমি দল ছাড়ছি, আমার চলে যাওয়া ভালো।’
ক্লাসিকোরে পরে অবশ্য রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে একটি বৈঠক করেছিলেন ভিনি। এরপর সামাজিক মাধ্যমে দীর্ঘ একটি বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন। তবে সেই বিবৃতিতে কোথাও কোচ আলোনসোর নাম ছিলো না। যে কারণে ধারণা করা হচ্ছিল, তাদের সম্পর্ক এখনো মধুর হয়নি।
আলোনসোর সঙ্গে এই সম্পর্কের টানাপড়েনের সঙ্গে সঙ্গে রিয়ালে নিজের বেতন নিয়েও সন্তুষ্ট নয় ভিনি। বর্তমানে ট্যাক্স বাদ দিয়ে তার বার্ষিক আয় ১৮ মিলিয়ন ইউরো। রিয়ালের নতুন চুক্তিতে তাকে ২০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভিনির চাওয়া বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো।
এদিকে এই গুঞ্জনের মাঝেই ভিনিসিয়াসের ওপর নজর রাখছেন ইংলিশ ক্লাবগুলো। তবে সৌদি আরবের ক্লাবগুলো এর আগেই ভিনিকে পেতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে। তবে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ কোন দিকে যায় সেটি সময় বলে দেবে।

স্পোর্টস ডেস্ক