ওয়ানডের বিষয়ে কী সিদ্ধান্ত মাহমুদউল্লাহর?
টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচই এই সংস্করণে তার শেষ। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দিল্লিতে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাহমুদউল্লাহ।
টেস্ট ক্রিকেট থেকে ২০২১ সালে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ। এবার অবসর নিচ্ছেন টি-টোয়েন্টি থেকে। বাকি রইল ওয়ানডে ক্রিকেট। ৫০ ওভারের ক্রিকেট থেকে এখনই নিজেকে গুটিয়ে নিচ্ছেন না এই অলরাউন্ডার। আরও কিছুদিন ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।
ওয়ানডে ক্রিকেট প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টিতে এই সিরিজই আমার শেষ। আমার মনে হয়েছে এটি সঠিক সময়। এখন সামনে ওয়ানডে আছে, সেদিকে নজর দিতে চাই। একদিনের ক্রিকেট কবে ছাড়ব, তা সময়ই বলে দেবে।’
ধারণা করা হচ্ছে, আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন মাহমুদউল্লাহ। সেই টুর্নামেন্ট শেষে বিদায় জানাবেন ওয়ানডে ক্রিকেটকে। এদিকে মাহমুদউল্লাহর ওয়ানডে খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ গণমাধ্যমকে জানান, তার সিদ্ধান্ত সে (মাহমুদউল্লাহ) নিজেই নেবে। আমাদের জানালে আমরা তখন বলতে পারব।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি বর্ণিল ক্যারিয়ার। এই সময়ে তিনি খেলেছেন ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ। ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচ খেললে সেটি দাঁড়াবে ১৪১টিতে। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।