অদৃশ্য হতে ও উড়ে বেড়াতে চান মেসি
মানুষ এক জীবনে সব পেয়ে গেলে অহংকারী অথবা বিনয়ী হয়। লিওনেল মেসি ফুটবলের ভদ্রবালক হিসেবেই পরিচিত। স্বল্পভাষী, কথার চেয়ে কাজে যার মনোযোগ বেশি। ফুটবল নিয়েই পড়ে থাকেন। তার জীবনটাই ফুটবলময়।
তবু, আর দশজনের মতো তারও আছে নানা ইচ্ছে। কেউ চান সুপার হিরো হতে। কারও চাওয়া, যদি সুপার পাওয়ার পেতেন! ফুটবল মাঠে মেসির সুপার পাওয়ার নিয়ে কারও সন্দেহ নেই। মাঠের বাইরেও যদি সেটি পেতেন, কী করতে চাইতেন ক্ষুদে জাদুকর? এমন প্রশ্নই তার দিকে ছুঁড়ে দিয়েছিলেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। আর্জেন্টাইন তারকা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রোমানাকে।
সেখানে সুপার পাওয়ার পেলে কী করতেন মেসি, সেই প্রশ্নে কিছুটা ভাবেন। তারপর বলেন, ‘সুপার পাওয়ার থাকলে আমি অদৃশ্য হয়ে যেতাম। চাইতাম উড়ে বেড়াতে। দুইয়ের মধ্যে একটি বেছে নিলে বলব, উড়তে ভালো লাগত। তবে, অদৃশ্য হতেই বেশি চাইব।’
ফুটবল মাঠে তিনি উড়ে বেড়ান। অদৃশ্য কোনো জাদুবলে মন্ত্রমুগ্ধ করে রাখেন গোটা দুনিয়াকে। যতক্ষণ মাঠে থাকেন, ততক্ষণ ছড়ান সুবাস। খেলার আগে নিজেকে কীভাবে প্রস্তুত করেন, মনোযোগ ঠিক রাখেন সেটিও জানান সাক্ষাৎকারে। মেসি বলেন, ‘লকার রুমে আমি গান শুনি। মাঝেমধ্যে কফি খাই। আসলে ম্যাচ ও মুডের ওপর নির্ভর করে এসব।’