চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি করার ঘোষণা ডা. শাহাদাতের
চট্টগ্রাম শহরকে ক্লিন সিটি, গ্রিন ও হেলদি সিটি গড়ার ঘোষণা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে সংবর্ধনা সভায় তিনি এ ঘোষণা দেন।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সোনারবাংলা ট্রেনযোগে চট্টগ্রামে ফেরার পর নগরীর রেলওয়ে স্টেশন চত্বরে সংবর্ধনার আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
গত ১৮ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের কারণে ঘরছাড়া। তারা অনাহার অর্ধাহারে দিনযাপন করেছেন উল্লেখ করে ডা.শাহাদাত হোসেন বলেন, তার পরও কেউ শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হননি। চট্টগ্রামবাসী ও বিভিন্ন পেশাজীবীর মানুষ তার হৃদয়ের গভীরে আছেন। তিনি সঠিক ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে চট্টগ্রামবাসীর ঋণ শোধ করতে চান।
শাহাদাত হোসেন বলেন, সারা দেশে ৬০০ মানুষ ফ্যাসিস্ট সরকারের সময়ে গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন অনেকেই।এক লাখ মামলায় ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। তার পরও নেতাকর্মীরা বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তিনি বলেন, এ দীর্ঘ আন্দোলনে সব আইসিটি মামলার উপেক্ষা করে সংবাদ কর্মীরা সহযোগিতা করেছেন। পাশাপাশি সব পেশার লোকজন সহযোগিতা করেছেন।
শাহাদাত হোসেন বলেন, আমি আপনাদের সন্তান।এ শহরটা ৭০ লাখ মানুষের শহর। সবাই মিলে এ শহরকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে রূপান্তর করব। আমার দেওয়া ওয়াদা রক্ষায় কাজ করতে সবার সহযোগিতা চাই।
এ সময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক নসরুল কদির, বিএনপিনেতা ইয়াছিন চৌধুরী লিটন, সাইফুল আলম বক্তব্য দেন।
এর আগে ডা. শাহাদাত হোসেন সর্বস্তরের নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।