জাকেরের অভিষেক, একাদশে নেই রিশাদ
চোটের কারণে মুশফিকুর রহিমের সিরিজ শেষ। ফলে, বাংলাদেশ দলে পরিবর্তন আসার ব্যাপারটি ছিল অনুমিত। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার (৯ নভেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। মুশফিকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষিক্ত হলেন জাকের। উইকেটরক্ষকের দায়িত্বও সামলাবেন তিনি।
জাকের ছাড়াও একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার একদিনের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে ফিরলেন তিনি। নাসুমকে জায়গা করে দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দুটি পরিবর্তনই এসেছে বাংলাদেশ দলে। বাকি ৯ জন প্রথম ম্যাচের একাদশের চেনা মুখ।
আফগানিস্তান অবশ্য নেমেছে অপরিবর্তিত দল নিয়ে। ম্যাচ জেতানো কম্বিনেশন ভাঙেনি দলটি। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে আফগানরা। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য আশাবাদী। টস জিতে তিনি বলেন, ‘পুরো ব্যাপারটাই আসলে মানসিকতার ব্যাপার। আগের ম্যাচে সেট হয়েও হেরে যাওয়াটা অবশ্যই খারাপ ব্যাপার। এগুলো শুধরে আমরা এই ম্যাচে নজর দিতে চাই। আমাদের সবার প্রস্তুতি বেশ ভালো।’