ছিটকে গেলেন শান্ত, বিকল্প হিসেবে দলে যিনি
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বাংলাদেশ। শুরুতে চোটের কারণে মুশফিকুর রহিম, আর এবার নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত ছিটকে গেছেন টেস্ট সিরিজ থেকে। সবমিলিয়ে অভিজ্ঞ এই দুই ব্যাটারের না থাকাটা বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা বটে। এবার জানা গেল ক্যারিবীয় সফরে কে হতে যাচ্ছেন শান্তর বিকল্প।
জানা গেছে, এক্ষেত্রে চলতি জাতীয় লিগের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাজমুলের বিকল্প হিসেবে সম্ভাব্যদের তালিকায় আছেন সেঞ্চুরি পাওয়া মার্শাল আইয়ুব, ডাবল সেঞ্চুরি করা অমিত হাসান ও চট্টগ্রামের হয়ে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি করা ডানহাতি ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। এর আগেও যার জাতীয় দলের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথাতেও তেমনই আভাস মিলেছে।
আজ সোমবার (১১ নভেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘আসলে আমরা তিন নির্বাচক ৩ জায়গায় তাই আমাদের মধ্যে যোগাযোগটা হয়নি। হলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়ে দেব। তবে বিকল্প খুব বেশি নেই, ৩-৪ জনের নাম আছে যেটা আপনারা চাইলেই বের করে ফেলতে পারবেন'।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ চলাকালীন নাজমুল শান্ত বলেন, ‘এখন মনে হচ্ছে আগে থেকে বেটার ফিল করছি, আরও ওভারকাম করার চেষ্টা করছি, আশা করি দ্রুত সুস্থ হব।’
উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান নাজমুল শান্ত। পরে বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবেন না নাজমুল। তার খেলা হবে না অ্যান্টিগা ও জ্যামাইকায় ২২ ও ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টেও। তবে, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।