আইনশৃঙ্খলা সভায় পুরস্কৃত কোতোয়ালি থানার ওসি সফিকুল ইসলাম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/24/mymen_oc_puroskrito-1.jpg)
ময়মনসিংহ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খানের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন রেঞ্জ ডিআইজি ড. মো আশরাফুর রহমান। ছবি : এনটিভি
মাসিক আইনশৃঙ্খলা সভায় পুরস্কৃত হয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম খান। আজ রোববার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে রেঞ্জ ডিআইজি ড. মো আশরাফুর রহমান তাঁর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বৈরী পরিবেশে সফিকুল ইসলাম খান কোতোয়ালি মডেল থানায় যোগ দেন। এরপর অস্ত্র উদ্ধার, সাংবাদিক স্বপন ভট্টাচার্য হত্যা মামলার ক্লু উদ্ধার, আসামি গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলার উন্নতির স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কৃত পেলেন।
এ সময় বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, পুলিশ সুপার মো আজিজুল ইসলামসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।