বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ কে পরিচয় করিয়ে দিল বিসিবি
আজ থেকে শুরু গেল বিপিএলের মাস। চলতি মাসের ৩০ তারিখ মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। মূল টুর্নামেন্ট শুরুর ২৯ দিন আগে টুর্নামেন্টের মাসকট ডানা-৩৬ এর সঙ্গে পরিচয় করিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উন্মোচিত হয়ে গেল বিপিএলের মাসকট। বিপিএলের এই আয়োজনে বিসিবির সঙ্গে একসঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল আগেই। আজ তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট উন্মোচন করা হলো।
তবে মূল মাসকট সামনে আনার আগে প্রদর্শন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’। এরপর জুলাই-আগস্টের শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালনের পর একে একে স্বাগত বক্তব্য দেন আগত প্রধাণ ও বিশেষ অতিথিরা। এরপরই তামিম, শান্ত, নিগার, সালমাদের নিয়ে উন্মোচিত বিপিএল মাসকট ডানা-৩৬!
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল–সহ বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ। পাশাপাশি পুরুষ ও নারী দলের ক্রিকেটাররাও তারুণ্যের উৎসবে হাজির হয়েছেন। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও।
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল। তার আগে ২৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম ও সিলেটেও হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে অংশ নেবে সাতটি দল। খেলা হবে আগের মতো ঢাকা, সিলেট ও চট্টগ্রামে।