১১তম বিপিএলের মাসকট উন্মোচন রোববার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিনক্ষণ চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে ঠিক মাস পর মাঠে গড়াবে দেশের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জমজমাট আসর। মূল টুর্নামেন্ট শুরুর অনেক আগে ভাগেই অবশ্য বিপিএল উৎসব শুরু হয়ে যাচ্ছে। যার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’’ এবং ‘‘তারুণের উৎসব ২০২৫।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আগামীকাল রোববার (১ ডিসেম্বর) হতে যাচ্ছে এই অনুষ্ঠান। যেখানে উন্মোচন হবে ১১তম বিপিএলের মাসকট। এক সংবাদ বিবৃতিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সম্মিলিত ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে ‘‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’’ এবং ‘‘তারুণের উৎসব ২০২৫’’। যা মূলত বিপিএলকে কেন্দ্র করেই আয়োজিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি। সেই সঙ্গে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে প্রমাণ্য চিত্র ‘‘জুলাই-অনির্বাণ’’ প্রদর্শন করা হবে।
প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। থাকবেন বিসিবিপ্রধান ফারুক আহমেদসহ বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্তারা।
আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল। তার আগে ২৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম ও সিলেটেও হবে উদ্বোধনী অনুষ্ঠান।