বিপিএল পেছানোর অনুরোধ বরিশালের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গুঞ্জন উঠেছিল এবারের বিপিএলে থাকছে না দলটি। এই বিষয়ে ভিন্ন কথা বলেছেন দলটির মালিক মিজানুর রহমান। আজ সোমবার (১৩ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তারা খেলতে চান। কিন্তু আসন্ন আসরের প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় না থাকায় বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে টুর্নামেন্টের সময়সূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বিপিএলে মোট পাঁচটি দল অংশ নেবে। টুর্নামেন্টটি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকানা গ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আবেদন করার আহ্বান করেছে বিসিবি।
গতকাল এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি (বিপিএল টি-২০) এর ফ্র্যাঞ্চাইজি মালিকানা অধিগ্রহণের জন্য দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর কাছ থেকে আগ্রহপত্র আহ্বান করা হচ্ছে।
এই মালিকানার অধিকার ১২তম থেকে ১৬তম আসর পর্যন্ত পাঁচ বছরের জন্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর জন্য সম্ভাব্য ১০টি অঞ্চল নির্ধারণ করেছে বিসিবি— বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।
বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২তম আসরে অংশগ্রহণের জন্য কমপক্ষে পাঁচটি যোগ্য আগ্রহপত্র বিবেচনায় নেওয়া হবে।
এই ঘোষণার পর থেকেই জোর গুঞ্জন ওঠে যে ফরচুন বরিশাল এবারের বিপিএলে অংশ না-ও নিতে পারে। তবে দলটির মালিক মিজানুর রহমান এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন।
ক্রিকবাজকে মিজানুর বলেন, ‘আমি কখনো বলিনি আমরা বিপিএল খেলব না। আমি শুধু বলেছি যে, এই অল্প সময়ে আমাদের মতো একটি দলের জন্য প্রস্তুতি নেওয়া কঠিন হবে। তাই আমরা তাদের সময় বাড়াতে অনুরোধ করেছি। সবাই আমাকে ফোন করছে। আমি বিসিবিকে বলেছি যে এই সময়টা খুব কম এবং আমাদের মতো দলের জন্য এই টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে। আমি শুধু কিছু সময় চেয়েছিলাম। আমরা এপ্রিল ও মে মাসে এটি করতে পারি, তাহলে সমস্যা কোথায়?’
তিনি যোগ করেন, ‘যদিও আমাদের কাছে খেলোয়াড়রা আছে, তবুও আমাদের প্রয়োজনীয় অর্থ এবং অন্যান্য উপকরণ ঠিক করতে হবে, খেলোয়াড় কিনতে হবে, তাদের আনতে হবে। এই এক বা দেড় মাসে যদি আমরা ২৪ ঘণ্টা কাজও করি, তবুও আমরা তা করতে পারব না। আমি একটি আলাদা সময়ের জন্য আবেদন করেছি, এখন দেখার বিষয় তারা কী বলেন।’
মিজানুর রহমান মনে করেন, ভালো দলগুলো এই অল্প সময়ে খেলতে রাজি হবে না। বিপিএলের আরেকটি দল রংপুর রাইডার্সের অভিমত নেওয়ার কথা জানান তিনি।
সাক্ষাৎকারে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের বিপিএল খেলা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির জবাব দিয়েছেন মিজানুর। সম্প্রতি তামিম ঘোষণা দিয়েছিলেন, নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে।
এ বিষয়ে মিজানুর বলেন, ‘আমি মনে করি না তামিম এমন কিছু বলেছেন যে তিনি বিপিএল খেলবেন না। তার মন্তব্যটা সাধারণ খেলা নিয়ে হতে পারে। বিপিএল হলে আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করব খেলতে, আর আমি মনে করি বরিশাল খেললে সে খেলবে। তাছাড়া, বরিশাল ছাড়া বিপিএল আয়োজন করা ঠিক হবে না।’