এবার ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটার নোয়াখালীতে
শুরুতে আলোচনায় থাকলেও বিসিবির ‘না’ এর কারণে বিপিএলে দল পায়নি নোয়াখালী। নাটকীয়তায় ঘেরা বিপিএলে শেষ মুহূর্তে স্বস্তির খবর দিয়ে নোয়াখালীকে নিয়েই হচ্ছে বিপিএলের আগামী আসর। দল পেয়েই একের পর এক চমক দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
আর মাত্র একদিন বাকি আছে বিপিএলের নিলাম অনুষ্ঠানের। এর আগে দুজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। চমক দিয়ে সেই কোটা পূরণ করল নোয়াখালী।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ক্যারিয়াবিয়ান হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে দলটি।
এর আগে বিপিএলের এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলার কথা ছিল শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসের। কিন্তু লঙ্কান এই তারকাকে লুফে েনিয়েছে নোয়াখালী।
দেশি কোটায়ও চমক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি চুক্তিতে নোয়াখালী দলে ভিড়িয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও হাসান মাহমুদকে।
আগামী পাঁচ বছরের জন্য নোয়াখালীর মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। বিপিএলের অন্য পাঁচ দলের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস (রংপুর রাইডার্স), চ্যাম্পিয়ন স্পোর্টস (ঢাকা ক্যাপিটালস), ট্রায়াঙ্গাল সার্ভিস (চট্টগ্রাম রয়্যালস), নাবিল গ্রুপ (রাজশাহী ওয়ারিয়র্স) ও ক্রিকেট উইথ সামি (সিলেট টাইটান্স)।
অন্যদিকে, ইতোমধ্যে নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে ছয় ক্যাটাগরিতে আছেন ১৬৬ জন ক্রিকেটার। পাঁচ ক্যাটাগরিতে আছেন ২৪৫ জন বিদেশি ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক