বিপিএল নিলামে এক দল সর্বোচ্চ কত অর্থ খরচ করতে পারবে?
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের আসর। চলবে ১৯ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। আজ বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন দিনক্ষণ।
টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে নিলাম। নিলামে কোন দল কতজন দেশি খেলোয়াড় নিতে পারবে৷ বিদেশিই বা কতজন, কত টাকা খরচ করতে পারবে, এসবের গাইডলাইন দেওয়া হয়েছে।
আরও পড়ুন : জানা গেল বিপিএল শুরুর চূড়ান্ত দিনক্ষণ
বিদেশি খেলোয়াড়দের মধ্যে দলগুলো নিলামের আগে সর্বনিম্ন একজন, সর্বোচ্চ দুজনকে কিনতে পারবে। নিলাম থেকে কমপক্ষে দুজনকে নিতে হবে দলগুলোর। এ থেকে ই পর্যন্ত পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হবে ২৫০ বিদেশি ক্রিকেটারকে। বিদেশি খেলোয়াড়দের কিনতে একটি দল সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে পারবে।
দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে নিলামের আগে সর্বনিম্ন দুজনকে দলে ভেড়ানো যাবে। নিলাম থেকে কমপক্ষে ১২ জন ক্রিকেটারকে নিতে হবে। তাদের রাখা হবে এ ও বি ক্যাটাগরিতে। দেশি ক্রিকেটারদের কিনতে এক দল সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারবে। নিলামের আগে সরাসরি কিনে নেওয়া ক্রিকেটারদের ক্ষেত্রে আর্থিক সীমা নির্ধারণ করা নেই।
আরও পড়ুন : বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’
ড্রাফটে নাম ছিল ৫০০ জন বিদেশি খেলোয়াড়ের। সেখান থেকে ২৫০ জনকে নিলামের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। মিঠু জানিয়েছেন, সর্বোচ্চ যাচাই-বাছাই শেষে এদের নেওয়া হয়েছে।
আরও পড়ুন : আবারও পেছাল বিপিএলের নিলাম
বিপিএলের ১২তম আসর হতে চলেছে এটি। নতুন যুক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেসসহ অংশ নেবে ছয়টি দল। ১৯ জানুয়ারি আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় জমকালো আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক