আবারও পেছাল বিপিএলের নিলাম
ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের সম্ভাব্য সূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুযায়ী সবকিছু বাস্তবায়নও করার চেষ্টা করছিল বোর্ড। দুই দফা পিছিয়ে ২৩ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই তারিখও পরিবর্তন হলো আবার।
আজ বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে বিপিএলে নিলামের সময় পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। নিলাম পেছানোর কারণ হিসেবে বিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় নিশ্চিত করা ও একটি সুশৃঙ্খল নিলাম আয়োজনের লক্ষ্যে সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বিসিবির বিবৃতি অনুযায়ী, বিপিএল নিলামের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর। সেই দিন বিকেল ৩টা থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে এই নিলাম।
এর আগে গত ১২ নভেম্বর এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল বিপিএলে খেলোয়ার বাছাইয়ে প্লেয়ার্সের ড্রাফটের পরিবর্তে এবার নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে অনুষ্ঠিত হবে নিলাম।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের বিস্তারিত বলা হয়েছিল। নির্ধারণ করে দেওয়া হয়েছিল, দেশি-বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ভেদে সর্বনিম্ন মূল্য। একই সঙ্গে দলগুলোর জন্য নতুন আর্থিক নিয়মনীতিও বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে। স্থানীয়দের জন্য ৬টি এবং বিদেশিদের জন্য ৫টি ক্যাটাগরি রাখা হয়েছে।
বিপিএলের এবারের আসরে দল পেতে আবেদন করেছিল ১১টি প্রতিষ্ঠান। সেখান থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিসিবি। ফ্রাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য।
রংপুর রাইডার্সের দলের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের অধীনে টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, সিলেট ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

স্পোর্টস ডেস্ক