হোয়াইট হাউসে নৈশভোজে রোনালদো : প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
সম্প্রতি এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অটোগ্রাফসহ নিজের জার্সি উপহার দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার হোয়াইট হাউজে হলেন ট্রাম্পের অতিথি। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আয়োজনে উপস্থিত ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও।
নৈশ্যভোজ অনুষ্ঠানে ট্রাম্পের মুখে বেশ প্রশংসাই শোনা যায় রোনালদোর। অতিথিদের উদ্দেশে দেওয়া স্বাগত বক্তব্যে রোনালদোকে নিয়ে ট্রাম্প জানান, তার ছোট ছেলে ব্যারন রোনালদোর বড় ভক্ত। রোনালদোর সঙ্গে দেখা হওয়ায় ব্যারন নাকি বাবাকে এখন আরও ‘সম্মান’ করছে—এমন রসিক মন্তব্যও করেন ট্রাম্প।
নৈশ্যভোজ অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজও। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের শীর্ষ ধনী ব্যবসায়ী এবং টেক জগতের প্রভাবশালী ব্যক্তিরা। অনুষ্ঠানের এক পর্যায়ে রোনালদো টেসলা ও এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কের সঙ্গে সেলফি তোলেন।
নৈশভোজে রোনালদোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। তার সঙ্গে দেখা হওয়ায় মনে হচ্ছে ব্যারন এখন আমাকে একটু বেশি সম্মান করে! আপনাদের এখানে পেয়ে সত্যিই আমরা আনন্দিত।
ট্রাম্পের এই আয়োজন ছিল মূলত যুক্তরাষ্ট্র–সৌদি আরবের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে। অনুষ্ঠানে রোনালদো উপস্থিত ছিলেন সৌদি প্রতিনিধিদলের অংশ হিসেবে। কারণ, সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি শুধু মাঠের খেলায়। বরং দেশটির ক্রীড়া দূত হিসেবে।
সম্প্রতি রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষর করা একটি জার্সি পাঠিয়েছিলেন, যেখানে লেখা ছিল—‘শান্তির পথে খেলছি।’ ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে আরও দীর্ঘ আলাপের ইচ্ছাও প্রকাশ করেছেন পর্তুগিজ এই তারকা।

স্পোর্টস ডেস্ক