তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা বিসিবির
তিন ফরম্যাটে তিন অধিনায়কের দর্শনে বাংলাদেশ। লম্বা সময়ের জন্য দায়িত্বও দেওয়া হয়েছে তিনজনকে। টি-টোয়েন্টিতে লিটন কুমার দাস, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টেস্টে নাজমুল হোসেন শান্ত। তবে নির্ধারিত ছিল না এই তিনজনের সহকারী। এবার আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাটে তিন জন সহ-অধিনায়কের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি তিনজন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি।
জল্পনা-কল্পনা শেষে আবারও টেস্টের দায়িত্ব নিয়েছিলেন শান্ত। তার সহকারী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে ঠিক আবার উল্টোটা, এই ফরম্যাটে মিরাজের সহকারী শান্ত।
লম্বা সময়ে পড়ে টি-টোয়েন্টিতে ফিরে ব্যাটহাতে দারুণ ফর্মে আছেন সাইফ হাসান। বাংলাদেশের টপঅর্ডারের দায়িত্ব নিয়েছেন তিনি। সেই সঙ্গে এবার নতুন দায়িত্বও পেলেন তিনি। টি-টোয়েন্টিতে লিটনের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ।
শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ না হওয়া পর্যন্ত টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকবেন। মিরাজকে এক বছরের জন্য ওডিআই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, লিটনকে ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক