মুশফিকের শততম টেস্ট ঘিরে বিসিবির যত আয়োজন
কারো চোখে তিনি কিংবদন্তি আবার কারো চোখে ফেনোমেনাল, বাংলাদেশ থেকে এমন অর্জনের পর সব প্রশংসাই মানায় মুশফিকুর রহিমের জন্য। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করছেন মুশি। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন অর্জন উদযাপন করতে আয়োজনের কোনো কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। মুশফিকের এই মাইলফলক উদযাপন করতে বিভিন্ন আয়োজন করছে বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজনের বিস্তারিত জানিয়েছে বিসিবি।
আগামীকাল ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিট আগে থেকে আয়োজন শুরু করবে বিসিবি। সকাল ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ দল মাঠে প্রবেশ করবে এবং উদযাপন করবে। এরপর মুশফিককে বিশেষ টেস্ট ক্যাপ উপহার দেবেন প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার।
পরে মুশফিকের হাতে একটি স্পেশাল টেস্ট ক্যাপ কেসকেট তুলে দেবেন আকরাম খান। ৯টা ২৯ মিনিটে মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেবেন বিসিবি সভাপতি ও প্রথম টেস্ট সঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
মুশফিকের প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার এবং বাংলাদেশের শততম টেস্ট ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—এই দুজনের স্বাক্ষর করা একটি জার্সি দেওয়া হবে মুশফিককে। এরপর শান্ত ও মুশফিক বক্তব্য দেবেন।

স্পোর্টস ডেস্ক