জানা গেল বিপিএল শুরুর চূড়ান্ত দিনক্ষণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াবে ডিসেম্বরে। শুরুর সম্ভাব্য দিন ছিল ১৯ ডিসেম্বর। সেটিই চূড়ান্ত হলো। আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল। আজ বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন দিনক্ষণ।
বিপিএল চলবে ২০২৬ এর ১৯ জানুয়ারি পর্যন্ত। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় জমকালো আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।
কয়েক দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। নিলামের আগে প্রতিটি দল দুজন দেশি ও দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। মিঠু জানিয়েছেন, ড্রাফটে নাম ছিল ৫০০ জন বিদেশি খেলোয়াড়ের। সেখান থেকে ২৫০ জনকে নিলামের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
বিপিএলে বাড়ছে দল সংখ্যাও। আগের পাঁচ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস।
নতুন দল যুক্ত হওয়ায় এবার ৬টি দল অংশ নেবে টুর্নামেন্টে। রংপুর রাইডার্সের দলের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের অধীনে টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, সিলেট ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি ও ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
বিপিএলের এবারের আসরে দল পেতে আবেদন করেছিল ১১টি প্রতিষ্ঠান। সেখান থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজির মালিকানার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিসিবি। ফ্রাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য।

ক্রীড়া প্রতিবেদক