বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী মাসে। ৫ দল নিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু নিলামের আগে শেষ মুহূর্তে যোগ হচ্ছে আরও একটি দল। নানা নাটকীয়তার পর অবশেষে লিগে জায়গা করে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী। দেশ ট্রাভেলসের মালিকানায় বিপিএলে যুক্ত হয়েছে তারা।
এর আগে গত ১১ অক্টোবর বিপিএলের ফ্র্যাঞ্চাইজির জন্য সম্ভাব্য ১০ অঞ্চলের নাম প্রকাশ করে বিসিবি। সেসব অঞ্চলের মধ্যে প্রথমবার জায়গা পায় নোয়াখালী ও ময়মনসিংহ। প্রাথমিকভাবে নোয়াখালীর মালিকানা চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড, তবে যাচাই–বাছাইয়ে বাদ পড়ায় সুযোগ হাতছাড়া হয় তাদের।
দেশ ট্রাভেলস শুরুতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু প্রাথমিক যাচাই-বাছাই পেরিয়ে গেলেও চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে তারা। রাজশাহীর মালিকানা পায় নাবিল গ্রুপ। এরপর শেষ মুহূর্তে এসে তারা পেল নোয়াখালীর মালিকানা। বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস হিসেবে অংশগ্রহণ করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
প্রথমদিকে বিপিএল পাঁচ দল নিয়ে শুরু করার কথা ছিল। কিন্তু নতুন দল যুক্ত হওয়ায় এবার ৬টি দল অংশ নেবে টুর্নামেন্টে। রংপুর রাইডার্সের দলের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের অধীনে টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, সিলেট ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ক্রিকেট উইথ সামি ও ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
বিসিবি নির্ধারিত শর্ত অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হতো। অনেক দল সময়মতো তা জমা দিতে না পারায় সময়সীমা বাড়ানো হয় ১৮ নভেম্বর পর্যন্ত।
তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। নিলামের আগে প্রতিটি দল দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।
সবকিছু ঠিক থাকলে বিপিএলের ১২তম আসর আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে পারে। ফাইনাল হওয়ার সম্ভাব্য তারিখ ২৪ জানুয়ারি।

স্পোর্টস ডেস্ক