ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের ২৫ সদস্যের দল ঘোষণা
প্রথমবার এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সেই টুর্নামেন্টে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ।
মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই স্কোয়াডে অবশ্য সেভাবে পরীক্ষা-নিরীক্ষা চালাননি বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার।
বাংলাদেশ দল সর্বশেষ ম্যাচ খেলেছে গত অক্টোবরে থাইল্যান্ডের সঙ্গে। স্বাগতিকদের বিপক্ষে সেই দুই ম্যাচে বাংলাদেশের স্কোয়াড ছিল ২৩ জনের। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে সেই ২৩ জনের সবাই আছেন। তাদের সঙ্গে স্কোয়াডের এবার আরও দুজনকে যুক্ত করেছেন বাটলার।
বাটলারের নতুন ডাক পাওয়া দুই ফুটবলার হলেন- মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। এর মধ্যে মামনি আছেন ২৩ সদস্যের মূল স্কোয়াডে। তবে তনিমাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। তার সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন রুমা আক্তার।
আগামী ২৬ নভেম্বর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। এরপর ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে পরের ম্যাচ। সবগুলো ম্যাচই হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড:
গোলরক্ষক : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
ডিফেন্ডার : আফঈদা খন্দকার (অধিনায়ক), নবীরন খাতুন, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম।
মিডফিল্ডার : মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা।
ফরোয়ার্ড : মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান।
স্ট্যান্ডবাই : রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

স্পোর্টস ডেস্ক