হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। আজ বুধবার (২৬ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার মেয়েদের কাছে বাংলাদেশের মেয়েরা হেরেছে ১-০ ব্যবধানে। প্রথমার্ধের ২৯ মিনিটে গোল হজম করে আফঈদা-ঋতুপর্ণারা। ম্যাচের বাকি সময় সেটি আর শোধ করা হয়নি। মালয়েশিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন নূর আনিসা।
আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। যার প্রথম ম্যাচে আজ মাঠে নামেন পিটার বাটলারের শিষ্যরা। কিন্তু, বাটলারের কৌশল জয় এনে দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিদের।
ম্যাচের শুরুতে আক্রমণ শানায় বাংলাদেশ। প্রথম মিনিটেই মালয়েশিয়ারকে চমকে দেয় স্বাগতিকরা। তৃতীয় মিনিটে দারুণ এক আক্রমণের বল ধরে ফেলেন মালয়েশিয়ার গোলরক্ষক। নিজেদের ধীরে ধীরে সামলে নেয় সফরকারীরা। ১৪ মিনিটে মালয়েশিয়ার হেনরিয়েট্টা জাস্টিন বল পেলেও অফসাইডে বাঁচে বাংলাদেশ।
২৯ মিনিটে আর রক্ষা হয়নি। প্রতি আক্রমণে গোল করে মালয়েশিয়া। হাইলাইন ডিফেন্সে গোলকিপার রুপনা চাকমা গোল থেকে বেরিয়ে আসেন, নূর আনিসা সুযোগ কাজে লাগান। মালয়েশিয়াকে ১-০ গোলে এগিয়ে নেন। এটিই শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়ে দাঁড়ায়।
বিরতির পর দুদলই বেশকিছু সুযোগ পেয়েছিল। কাজে লাগাতে পারেনি কেউ। ৬৮ মিনিটে বাম দিক থেকে ভালো ক্রস দেন ঋতুপর্ণা, গোলমুখে দাঁড়িয়ে হেডে সেই বল বাইরে পাঠান সাগরিকা। ম্যাচের বাকি অংশেও দেখা গেছে অভিন্ন চিত্র। কখনও দুর্বল আক্রমণ, কখনও ফিনিশিংয়ের অভাবে ফেরানো হয়নি সমতা, জেতা হয়নি ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদক