কঠিন গ্রুপে বাংলাদেশ, সামনে বিশ্বকাপ খেলার স্বপ্ন
নারী ফুটবলের সাফল্যে ভাসছে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬ সালের ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। গতকাল (১০ নভেম্বর) ব্যাংককে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ড্র, বাংলাদেশ পড়েছে শক্তিশালী ‘এ’ গ্রুপে। বাংলাদেশর সঙ্গে গ্রুপে থাকা বাকি তিনটি দল- চীন, স্বাগতিক থাইল্যান্ড ও ভিয়েতনাম।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১২টি দলকে চারটি পটে ভাগ করে ড্র অনুষ্ঠিত হয়। এরপর তিনটি গ্রুপ করা হয়। যেখানে প্রথমবারের মতো অংশ নেওয়ায় বাংলাদেশ ছিল চতুর্থ পটে। ড্রয়ে প্রথমেই বাংলাদেশের নাম ওঠে, ফলে তারা ‘এ’ গ্রুপের চতুর্থ দল হয়।
আরও পড়ুন : নারী ফুটবলের উন্নয়নে ফিফার সঙ্গে কাজ করবে বাফুফে
এরপর ভিয়েতনাম ও চীন আসে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় পট থেকে, আর স্বাগতিক থাইল্যান্ড গ্রুপের প্রথম দল হিসেবে আগেই নির্ধারিত ছিল ।
টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং সেরা দুই তৃতীয় দল কোয়ার্টার ফাইনালে উঠবে। বাংলাদেশের গ্রুপে চীন সবচেয়ে শক্তিশালী দল হলেও, থাইল্যান্ড বা ভিয়েতনামকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার ভালো সুযোগ থাকবে আফিদাদের। আর কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের টিকিট।
স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১ এপ্রিল টুর্নামেন্টের যাত্রা শুরু করবে বাংলাদেশ। গ্রুপের পরের দুই ম্যাচে ৭ এপ্রিল শক্তিশালী চীন ও ১৪ এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে আফঈদারা।
আরও পড়ুন : ইতিহাস গড়ে দেশে ফিরল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল
স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে বাছাই পর্বের আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স-আপ দল টুর্নামেনেট অংশ নিচ্ছে। লাওসে অনুষ্ঠিত বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সে রানার্স-আপ হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ।
গ্রুপসমূহ :
গ্রুপ এ : থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, বাংলাদেশ
গ্রুপ বি : উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান
গ্রুপ সি : জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে, ভারত।

স্পোর্টস ডেস্ক