মৌসুমের প্রথম ডার্বিতে মোহামেডানের প্রথম জয়
বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব আর আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি দুই দলেরই। এমন অবস্থায় মুখোমুখি হয়েছিল মৌসুমের প্রথম ডার্বিতে। সেখানে বেশ দাপট দেখা গেলো মোহামেডানের। শেষদিকে আবাহনী লড়াই জমিয়ে তুললেও মৌসুমের প্রথম ডার্বিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে সাদা-কালোরা।
আজ সোমবার (২৪ নভেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছে মোহামেডান। লিগের তিন রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়নদের এটিই প্রথম জয়। অন্যদিকে, এখনো জয়ের দেখা পায়নি আবাহনী।
এখন পর্যন্ত লিগে তিন ম্যাচ খেলে সমান একটি করে জয়, ড্র আর হারে ৪ পয়েন্ট মোহামেডানের। বর্তমান চ্যাম্পিয়নরা আছে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে। সমান ম্যাচে দুই হার আর এক ড্রয়ে আবাহনীর পয়েন্ট এক। তারা আছে ৮ নম্বরে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ের শুরুটা হয়েছিল কিছুটা ঢিলেঢালা। এর মাঝেই ম্যাচের ২০ মিনিট এগিয়ে যায় মোহামেডান। আবাহনীর ডিফেন্ডারের ভুলে বক্সের মধ্যে বল পেয়ে যান রহিম উদ্দীন। দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।
৩২ মিনিটে কর্ণার পেয়েছিল মোহামেডান। সেই কর্ণার থেকে জটলার মধ্যে বল পেয়ে সেটি জালে জড়িয়ে দেন এমানুয়েল এলি কাকে। ম্যাচের প্রথমার্ধ সেই দাপুটে পারফরম্যান্সেই শেষ করে সাদা-কালোরা।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা অব্যাহত রাখে মোহামেডান। ৫৮ মিনিটে ব্যবধানও ৩-০ করে নেয় তারা। এবার জাল খুঁজে নেন স্যামুয়েল বুয়েটাং নিজেই।
৩-০ গোলে পিছিয়ে পড়ে হঠাৎই তেড়েফুঁড়ে আক্রমণে ওঠে আবাহনী। টানা দুই গোলে ম্যাচে ফেরার আভাসও দিয়েছিল তারা। ম্যাচের ৭৩ মিনিটে আবাহনীর হয়ে ব্যবধান কমান পাপন সিং। ৬ মিনিট পরই আবাহনীর দ্বিতীয় গোল করেন শেখ মোরসালিন।
কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আবাহনী হয়তো ঘুরে দাঁড়াবে। তাদের সেই প্রচেষ্টাকে রুখে দেয় মোহামেডান। বিশেষ করে সাদা-কালোদের গোলরক্ষক সুজন হোসেন। শেষদিকে কয়েকটি ভালো সেভ দেন তিনি। এতে জয় নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল।

স্পোর্টস ডেস্ক